Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Pages

SEO ই হলো গুগল এডসেন্স এর মাধ্যমে আয় করার সবচেয়ে বড় ও প্রধান কৌশল।


SEO ই হলো গুগল এডসেন্স এর মাধ্যমে আয় করার সবচেয়ে বড় ও প্রধান কৌশল।
বিসমিল্লাহির রহমানির রাহিম,
গুগল এডসেন্স মাধ্যমে আমরা অনেকে আয় করে থাকি।কেউ বেশি আবার কেউ কম।আবার এমন অনেকে আছেন যারা দীর্ঘ ১-২ বছর চেষ্টা করেও পকেটে টাকা আনতে পারে নি।

(SEO) কী? এর উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO) কী? এর উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা

(SEO) কী? এর উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা
সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO) কী? এর উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা

এই পোস্টে আপনারা জনতে পারেবেন সার্চ ইন্জিন অপটিমাইজেশন কী,কেন এর প্রয়োজনীয়তা বা কী এর উদ্দেশ্য।তো বকবক না করে শুরু করছি আজকের এসইও পোস্ট।
সার্চ ইন্জিন অপটিমাইজেশন কী

SEO টিউটোরিয়াল


সার্চ ইন্জিন অপটিমাইজেশনে কার গুরুত্বকতটুকু”SEO টিউটোরিয়াল”,

কে সবচেয়ে গুরুত্বপূর্ণ

সার্চ ইন্জিন অপটিমাইজেশন বেশ কয়েকটি মৌলিক বিষয় নিয়ে গঠিত।তার মধ্যেকি কিছু কিছু মৌলিক বিষয় আছে যাদের গুরুত্ব খুব বেশী।আজ আমি আপনাদেরকেজানাবো SEO কার গুরুত্ব কেমন।

অনলাইনে আয় করুন (লিংক বিল্ডিং / বুকমার্কিং)


অনলাইনে আয় করুন (লিংক বিল্ডিং / বুকমার্কিং)

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে লিংক বিল্ডিং এর প্রচুর কাজ পাওয়া যায়। এসব কাজে বায়ারের রিকয়ারমেন্ট থাকে High PR ব্লগ, ফোরাম বা বুকমার্কিং ব্যাকলিংক তৈরি করা। এই পোষ্টে কয়েকটি লিংক দেওয়া হল, যেখানে পাবেন কয়েক হাজার High PR ব্লগ, ফোরাম ও বুকমার্কিং সাইটের লিংক লিস্ট।

ফ্রিল্যান্সিং করে আয় করুন


ফ্রিল্যান্সিং করে আয় করুন

বর্তমানে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আলোচিত বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং।যদিও বিষয়টি আন্তর্জাতিক পরিমন্ডলে বহুদিন হতেই স্বীকৃত, কিন্তু বাংলাদেশে বিষয়টি অনেকের কাছেই নুতন।ফ্রিল্যান্সিং হচ্ছে বিলিয়ন ডলারের একটি আইটি বাজার। 

গুগল অ্যাডসেন্স


গুগল অ্যাডসেন্স

গুগল অ্যাডসেন্স হল বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর একটি Advertising program। এর মাধ্যমে উপার্জনের জন্য একটি ওয়েব সাইট থাকতে হবে। ফ্রি ওয়েব সাইটের মাধ্যমেও গুগল অ্যাডসেন্স ব্যবহার করে উপার্জন করা সম্ভব। গুগল অ্যাডসেন্স যদিও বহুদিন পূর্ব থেকেই সমগ্র বিশ্বে একটি নির্ভরযোগ্য ও দীর্ঘমেয়াদী উপার্জনের পদ্ধতি হিসাবে স্বীকৃত, কিন্তু বাংলাদেশে বিষয়টি অনেকের কাছেই নুতন। 

ব্লগিং এর মাধ্যমে আয় করুন


ব্লগিং এর মাধ্যমে আয় করুন

অনলাইনে উপার্জনের যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে ব্লগিং হচ্ছে সবচেয়ে স্থায়ী ও মজবুত মাধ্যম।ব্লগিং এর সাথে Google Adsense এর একটি বিশেষ সম্পর্ক রয়েছে।এজন্য যারা Google Adsense এর মাধ্যমে অর্থ উপার্জন করতে চান তাদের ব্লগিং সম্পর্কে পরিস্কার ধারনা থাকা প্রয়োজন।প্রধানত: ব্লগিং সাইটের জন্যই Google তার Adsense প্রোগ্রামটি চালু করেছে।

এ্যাফিলিয়েট মার্কেটিং


এ্যাফিলিয়েট মার্কেটিং

এ্যাফিলিয়েট মার্কেটিং বলতে সাধারনত পন্য বিক্রি করে কিছু কমিশন প্রাপ্তির এক ধরনের সিস্টেমকে বোঝানো হয়ে থাকে। বাংলাদেশেও এ ধরনের সিষ্টেমে ব্যবসা করছে অনেক প্রতিষ্ঠান। বর্তমান সময়ে অনলাইন থেকে যতগুলো আয়ের পন্থা সম্পর্কে আমরা জেনেছি, এ্যাফিলিয়েট মার্কেটিং তাদের মধ্যে অন্যতম। ভাল মানের একজন ব্লগার এ মাধ্যম থেকে প্রচুর পরিমান অর্থ উপার্জন করতে সক্ষম।

ঘরে বসেই বাংলাদেশী ডাটা এন্ট্রি সাইটের মাধ্যমে আয় করুন ১ থেকে ১০ হাজার টাকা !!!



আজ আমি আপনাদেরকে এমন একটি বাংলাদেশী ওয়েব সাইটের ঠিকানা দেব যেখান থেকে আপনি ইচ্ছা ও কাজ করলে প্রতি মাসে সর্বনিম্ন ১-১০ হাজার বা তারও বেশী আয় করতে পারেন। এই সাইট থেকে আপনি ডাটা এন্টির অনেক কাজ পেতে পারবেন। আমরা অনেকে চাই ইন্টারনেটে ফ্রিল্যান্সিং করে আয় করার জন্য।

টাকা আয় করুন Ziddu তে ফাইল আপলোড করে


এটি একটি ১০০% ফ্রি ফাইল হোস্টিং প্রোভাইডার। প্রথমে এখান থেকে সাইন আপ করে আপনার একটি একাউন্ট তৈরী করুন। তারপর ফাইল আপলোড করতে শুরু করুন। আপনি সর্বোচ্চ 200 MB সাইজের ফাইল আপলোড করতে পারবেন এবং এর জায়গা Unlimited।

অনলাইনে আয়-রোজগার করবার ১০টি উপায়

                               অনলাইনে টাকা আয়  

অনলাইনে টাকা আয় । টার্মটা বেশ জনপ্রিয়, শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবী জুড়েই । আর এই জনপ্রিয়তাকে পুজি করে জালিয়াতিও হচ্ছে অসংখ্য । এটা ঠিক যে অনলাইনে আয়ের অনেক বাস্তব (লেজিট) সুযোগও রয়েছে । আমাদের মতো দেশের জন্যে তো এটি একটি অপার সম্ভাবনা।

Artikel Terbaru

 

Popular Posts

মোট পৃষ্ঠাদর্শন

Alexa

Review earntactic.blogspot.com on alexa.com

Counter

View My Stats